ঠিক তেমন করে সাম্যের আনন্দে
উদ্ভাসিত হোক ধরা
যেমন অনুভূতি ছিল প্রেয়সীর প্রথম চুম্বনে।
নির্মেঘ আকাশের অনাবিল ছন্দে দীপ্তিময় হবে মানবতা,
শোষণের প্রতিবাদে বজ্র হোক তারুন্যের শ্লোগান।
চাটুকারের নিধন জ্বালায় মেতে উঠুক অজড় প্রাণ-
প্রিয়তমা, আজ তোমার আমার প্রেমের গল্পে
মুছে যাক যত ধর্মগ্রন্থের কুণ্ঠিত সব বাণী,
হোক বিভেদের অবসান।
মোল্লা পুরুত এক হয়ে যাক ভালবাসার জাল
স্বার্থবাদী ধর্ম তখন বেছে নিক আত্তহননের পথ,
রাম-রহিম একই পৃথিবীতে মুক্ত ভাবে বেড়ে উঠবে
সাম্যের ছায়াতলে, যেখানে স্বপ্ন ধর্মের পাগড়িতে বন্দি নয়,
ষোড়শীর উড়ু উড়ু ওড়নার দুষ্টুমিতে আটকে পরে দুরন্ত বালকের
দৃষ্টির মতই অবাধ্য।
যেমন অনুভূতি ছিল প্রেয়সীর প্রথম চুম্বনে।
নির্মেঘ আকাশের অনাবিল ছন্দে দীপ্তিময় হবে মানবতা,
শোষণের প্রতিবাদে বজ্র হোক তারুন্যের শ্লোগান।
চাটুকারের নিধন জ্বালায় মেতে উঠুক অজড় প্রাণ-
প্রিয়তমা, আজ তোমার আমার প্রেমের গল্পে
মুছে যাক যত ধর্মগ্রন্থের কুণ্ঠিত সব বাণী,
হোক বিভেদের অবসান।
মোল্লা পুরুত এক হয়ে যাক ভালবাসার জাল
স্বার্থবাদী ধর্ম তখন বেছে নিক আত্তহননের পথ,
রাম-রহিম একই পৃথিবীতে মুক্ত ভাবে বেড়ে উঠবে
সাম্যের ছায়াতলে, যেখানে স্বপ্ন ধর্মের পাগড়িতে বন্দি নয়,
ষোড়শীর উড়ু উড়ু ওড়নার দুষ্টুমিতে আটকে পরে দুরন্ত বালকের
দৃষ্টির মতই অবাধ্য।
No comments:
Post a Comment