Tuesday, October 23, 2018

বিদায়

আজ তবে শেষ দেখা বলছ! বড্ড এক শূন্যতা, জানো?
এরপর বছরান্তের জমানো ধুলিতে কি আসবে মনে মালিন্য?
সহসা যুগান্তরে মিলেছ, সীমাহীন প্রেম তবু সংরক্ষিত বসবাস।
মাঝে মাঝে ভালোবাসার দ্যোতনা তোমায় বড্ড দোটানায় ফেলে
অনাহুত হৃদস্পর্শে বড় বেয়ারা হই আমি স্পর্ধিত প্রেম সত্ত্বায়।
একটু পরেই রেলগাড়ির ঝিকঝিক ঝিকঝিক কোরাস শব্দ
জনাকীর্ণ ব্যস্ত শহরের শব্দদুষণে ক্রন্দন সুর হৃদয়ে গ্রথিত থাক
বিপরীতমুখী যাত্রায় পিছু ফিরলে তবু অশ্রু চিহ্ন পাবে হয়তো।
এই যা! বিদায় বেলায় প্রেমের অনুভুতিও ঢের ব্যথাতুর হয়।
সরু রেললাইন ধরে এগোবে ধীরে জীবনের আপন গতিপথ।
ফেরার স্টেশনে হাত বাড়ানো চেনা স্পর্শেও আমায় পাবে জানি।
রাত্রির মশারীতে অনুভব্য ছায়ায় আমার কায়াই মিলবে।
ভালোবাসি তোমায় প্রগাঢ় প্রেমের সত্ত্বায়, জানি তুমিও বাসবে।


Thursday, October 11, 2018

শব্দাহত


সময়ের রক্তচুক্ষু শাসিয়ে যেতো জানি
অবিরাম ভুলের গল্পে কল্পে কল্পে ভ্রান্তি
তুমি তাই ক্লান্ত ঢের ব্যথার অমানিশায়
কখনো এক প্রচ্ছন্ন আলো এসেছিলো
ভাবছ তার পেছনে বিকট অন্ধকার।
অথচ অনায়াসে সুখের স্পন্দনে পুলক ছিল
ছিল এক অনুরাগের গোটা পৃথিবী ।
আপন বলয়ে তুমি হাতড়ে বেড়াও বর্তমানকে।
প্রেমহীন কায়ায় নিয়মের মকমল গাউনে
প্রেমের শব্দাবলি আওড়ে যাও অনায়াসে,
জানি শব্দাহত হও আজ প্রবল এক দীর্ঘশ্বাসে।

আত্মঅভিলাষী


বলতে চাওয়া অনেক কিছুই অব্যক্ত হয়ে আর্তি বাড়ায়
দলে দলে জমা হয় রাশভারী অন্ধকার
লেশমাত্র আলোর ছোঁয়া পেলে সে জাগবে এই ছিল ব্রত
গেল রাত্তিরে কি যে ছিল অস্ফুট বোধন!
ছোঁয়ায় ছোঁয়ায় দহন ভুলে প্রশান্তির উষ্ণতার অভীপ্সায়
দিবসের শুরুতে একরাশ ক্লান্তি নিয়ে অস্তরাগের প্রতীক্ষা
শালবনের গহীনে সবুজ নয়, বিদ্গুটে অন্ধকার !!
তমসার অঘোরে বিমূর্ত সত্ত্বায় খুঁজে ফিরি চেনা স্বর
বেহিসেবি সময় বড় আত্মঅভিলাষী ।
আজন্মকাল অভিমানের প্রহরেই পার করে রাত্রিদিন
মাসকাবারি ছাপোষা জীবনে সুখের প্রক্ষেপণ কি ভ্রম!
রং-বেরং দুঃখরা সব সান্ত্বনা খুঁজে ফেরে
থেকে থেকে স্বপ্ন দেখে মন- আবার আসবে তুমি
কোনো এক নিকষরাত্রির অবসানে, নতুন ভোর হয়ে।

পরিপ্লুতি


আজো তুমি উচ্ছ্বাসে প্রেমের সুবাস ছড়িয়ে যাও রাত্রির চাদরে
অনন্ত ঘুমের ভিড়ে , স্বপ্নালু অজস্ত্র নক্ষত্ররাজির কল্পিত সঙ্গমে
আর আমিও তখন নির্দয় রাতের ভ্রমিত একাকিতত্বের অবসানে
নিষিদ্ধ কামনার বিষাক্ততা অঙ্গার করি অনিমেষ দহনে দহনে।
জানি তুমি অলকানন্দা, পুণ্য স্নানের অবগাহনে প্রেমের পরিপ্লুতি।
এক প্রহর ভ্রান্তির পর জেগে ওঠা আলোয় তোমায় চিনিলাম সখা
কাব্যিক বনলতার চেয়েও স্পর্ধিত প্রেমে মহিয়ান তুমি শ্বাশ্বত।
সীমার অনতি তলে প্রেম হোক সবচেয়ে বড় উপহার আজ এ ভোরে।