Sunday, February 25, 2018

পথের বাঁধন


আজকে মোরা বাঁধনহারা সিক্ত পথের বাঁকে
ওই দেখো চেয়ে যুগল ছায়ায় স্বপ্ন ছবি আঁকে
বৈশাখেরই রুত্র তাপেও শীতল পরশ হিম
প্রাণ ছুঁয়ে যায় স্পর্শ তোমার বৃষ্টিতে রিমঝিম
উড়ছে তোমার প্রেমের আঁচল দুষ্ট সমীরণে
আলোর খেয়া আসল ভেসে দূর আকাশের কোণে
নাইবা এলো সম্ভোগে সুখ লৌকিকতার ভিড়ে
ফুলেল সুবাস জাগিয়ে দিল মৌন অবনীরে
হঠাৎ করেই শব্দরা সব প্রেমের কাব্য হয়ে
এক নিমেষে প্রাণ ফিরে পায় সুখ-সারথি লয়ে
প্রভাত এলো শুভ্রতারই স্নিগ্ধ আবেশ জুড়ে
কৃষ্ণচূড়ার লাল আবিরে, রঙিন প্রেমের সুরে
জৌলুস ভরা পার্থিবতা নাইবা দিল ধরা
নাইবা এলো দুহাত ভরে দুর্লভ রত্নরা
অবহেলে যাই বিত্তে যে সুখ, চিত্ত ভাসুক সুখে
লিখে যাই সদা হাসি পাই খুঁজে তোমার কোমল মুখে
বন্ধনহীন তবু বাঁধনে মোদের দুটি চিত্ত
মোরা অফুরান গেয়ে যাই গান, শব্দরা করে নৃত্য

No comments:

Post a Comment