Sunday, February 25, 2018

ভালবাসি শিশুতোষ



দেবতার চোখে নয়
কিংবা নয় কোনো উদার মহিয়ান মহাপুরুষ
প্রেমিকের চোখে দেখেছি তোমায়
তাই সংকীর্ণ হই ইর্ষায়,
কখনো বা বিক্ষিপ্ত বোধে মুর্ছা যাই নির্নিমেষ
প্রেমিকের চোখ বড় স্বার্থপর জানো?
সব পেয়েও সে আরো পেতে চায়
তোমার অবয়বে খুঁজে নেয়
দ্রিষ্টির পূর্ণতা
হয়ত তুমিও ভালবাসায় ভারাক্রান্ত হয়ে ক্লান্ত হবে
মহামানব নই, তাই অনায়াসে দু: ভুলে গিয়ে সন্যাসব্রতে যাব
এমনটা বলব না
সস্তা প্রেমিক হয়ে দু: গুলো ঢেকে দেব নিকোটিনের প্রলেপে
মুখ লুকোবো আত্মাভিমানী আড়ষ্টতায়
তুমি হয়ত বলবে হেসে
"
এই পাগল, আমি কি হারিয়ে গেছি?
তোমার হাতেই ধরা হাত, এবার শান্ত হও বজ্জাত"
মুহুর্তে গুমোট মেঘের দল
অনুরাগের ঝাঁপে ডেকে আনল বর্ষা
হয়ত প্রেমেই সিক্ত হলাম
প্রেমিকই তো, দু: রাও তাই স্থিত নয় 
 ইর্ষা গুলো জমুক, সেই সাথে প্রেমও
কালো বাজারির সঞ্চিত টাকার মত
জেনো তবু ভালবাসি শিশুতোষ

No comments:

Post a Comment