অধরা স্বপ্নের
প্রাণাতিপাতে মাথা চাড়া দেয় অন্তরম দ্বিধা
সবুজ বসন্তের চোখ
জুড়ে হলদে জন্ডিসের পান্ডু প্রলেপ।
এরপর কোনোদিন ছুটি
হলে অনায়াসে হয়ে যেও প্রশস্ত যমুনা
স্নানে বিভোর হবো,
অনন্ত নিমজ্জন সুখে তোমার গহীনে।
জানি দ্বিধারা তোমাকেও
জড়িয়ে রাখবে সিনেমার গুন্ডার মত
এরপর সহসা স্বপ্নের
প্রাণাতিপাত, ঘুমহীন অজস্র রাত্রির কোলে
জন্ম নেবে হাজার
হাজার শোকগাথা। পরদিন নাকি ভ্যালেন্টাইন!
সঙ্গম যাতনায় যোনি
ফুঁড়ে বেড়িয়ে আসা রক্তে ভেজা শাড়ি
নিমেষেই হয় প্রেমের
অ্যাপিটাফ, দিনশেষে সে রঙ কালচে।
রাত্রি গভীর হলে পরে
শিরদাঁড়া বেয়ে নেমে যায় ভ্রম সব
এরপর তুমি আমি মুখ
লুকোই প্রেমহীন অবিশ্বাসী পরস্পরে।
No comments:
Post a Comment