Sunday, July 9, 2017

চন্দ্রস্নান



শব্দহীন জ্যোৎস্না কাল সুর তুলেছিল নির্জনরাত্রির স্পন্দিত কায়ায়
অনিমেষ এক আলোর ঝাপটায় তুমি হয়ে উঠেছিলো চন্দ্রস্নাত
বিজন রাত্রির বুকে কান পেতে শুনেছি তোমার কোমল সুরতান,
হিম বিছানায় উপচে পড়া জ্যোৎস্নার ঢলে তুমিও ছিলে চপল
প্রবাহিত নদীর মত উচ্ছ্বাসের অববাহিকায় তোমার চলন্তিকা।
ঘুমের আস্বাদে লালিত এই পৃথিবী তখন ঘুমহীন, ক্লান্তিহীন
অজড় হয়ে উঠে আসে তোমারই মত, প্রেমের প্রতীতিতে ।
রাত্রি বাড়ে, অন্ধকার নয়। জ্যোৎস্নায় তুমিও আলো হও নিয়ত ।
মুছে দাও অনন্ত প্রাণে অনাহুত অন্ধকার সব স্পর্শিত তানে,
আলোকনন্দায় ভেসে বেড়াও বিজড়িত সুখে, প্রাণোচ্ছাসে।
তোমার ভেতর মিশে যাবো আমিও, গানের মাঝে সুরের মত,
কবিতার মাঝে ছন্দের মত,প্রেমের মাঝে অনুরাগের মত।
প্রগাঢ় সত্যি হয়ে বিভাময় করো নিত্যকার পৃথিবীর অন্ধকার।
বোধহীন আচ্ছন্ন পৃথিবীতে তুমি কদমকেতকির সুঘ্রাণ,
নিশ্ছিদ্র অন্ধকারে তুমি অফুরন্ত অহমদীপ্তি- দীপান্বিতা।
মাঝরাতে সর্পিল বিষাদের অবসানে, বিষণ্ণ ক্লান্তির মহাযাত্রায়
তুমিই অনন্ত সুখ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ভোরের স্বপ্ন ।

No comments:

Post a Comment