সকাল গড়ায়ে ঝিরিঝিরি
অনুরাগ শিশির
স্পর্শ করে যায় তোমার সদ্য ঘুমভাঙা মুখ।
সহস্র শতাব্দির হিমায়িত অন্ধকার ঠেলে
জেগে ওঠা ভোরে
তোমার ফুলেল সুভাস মাখা চুল যেন
শুষে নিয়েছে সব কালো।
দিনমণি খেলা করে তৃপ্তির উষ্ণতায়।
ক্লান্তিহীন সুখের দ্যুতি যেন
আবহমান সম্ভোগ সুখের চেয়েও ঢের বেশি।
এক একটি সকালের মত
কিংবা রাত্রি ক্ষুধায় ভাস্বর জোৎস্নার মত তুমি।
অবিনাশী সকাল তো তোমারি বিম্বিত স্বরুপ।
অথচ শোক ছোঁবে কি আর?
যখন নির্জন বিকেলে বিষন্ন চায়ের কাপে ডুবে যায় অনুরাগ সব।
অথবা রাত্রির মশারী জাল ছড়ায় গ্রহান্তরের।
অরব উচ্ছ্বাসে প্রাণিত স্বপ্ন
বর্ণময় হয় তোমার নিত্য স্পর্শে।
বিনিদ্র রজনীর দুর্বিষহ অবসন্নতা সেও তোমারই অদৃশ্যতা।
কবেকার কোন কবিতায় সাদাকালো কাগজ কালির
স্পর্শ করে যায় তোমার সদ্য ঘুমভাঙা মুখ।
সহস্র শতাব্দির হিমায়িত অন্ধকার ঠেলে
জেগে ওঠা ভোরে
তোমার ফুলেল সুভাস মাখা চুল যেন
শুষে নিয়েছে সব কালো।
দিনমণি খেলা করে তৃপ্তির উষ্ণতায়।
ক্লান্তিহীন সুখের দ্যুতি যেন
আবহমান সম্ভোগ সুখের চেয়েও ঢের বেশি।
এক একটি সকালের মত
কিংবা রাত্রি ক্ষুধায় ভাস্বর জোৎস্নার মত তুমি।
অবিনাশী সকাল তো তোমারি বিম্বিত স্বরুপ।
অথচ শোক ছোঁবে কি আর?
যখন নির্জন বিকেলে বিষন্ন চায়ের কাপে ডুবে যায় অনুরাগ সব।
অথবা রাত্রির মশারী জাল ছড়ায় গ্রহান্তরের।
অরব উচ্ছ্বাসে প্রাণিত স্বপ্ন
বর্ণময় হয় তোমার নিত্য স্পর্শে।
বিনিদ্র রজনীর দুর্বিষহ অবসন্নতা সেও তোমারই অদৃশ্যতা।
কবেকার কোন কবিতায় সাদাকালো কাগজ কালির
উষ্ণ মিলনে রঙিন হয়ে জন্মেছিলে।
সেই থেকে আজন্মকাল
রঙ ছড়িয়ে যাও, অনুভূতির।
সেই থেকে আজন্মকাল
রঙ ছড়িয়ে যাও, অনুভূতির।
No comments:
Post a Comment