Monday, July 10, 2017

অন্তর্ধান



শুনেছ, ও বেলায় বসন্ত ফুরিয়ে গেছে,
খসখসে যে শব্দ তোমার শ্রবণে নাড়া দিচ্ছে
সে আজ ঝড়াপাতার আর্তনাদ।
পাল ছিড়ে দিকহারা জাহাজি ছোটে পাড়ের অন্বেষনে
শ্বেত পায়রার বুকে রক্ত,
সঙিনের লাল আঘাতে জানায় অন্তর্ধান।
স্বপ্ন দাহে গড়েছে যে শবালয় তারই অশরীরী প্রেত
বিকট হাতছানি দেয় রক্ত চোখে।
আমায় নিয়ত তাড়া করে সেই মৃত্যুহীন যাতনার ঘোর।
ভাতঘুম দুপুরে ক্লান্তির শ্লেষে শেষ ঘুম তবে!
পান্ডুলিপির মলিন কোনে জমা অভিমানে জমা কোনো শেষ পংক্তি!
বরষার বিম্বিত ফোটা এখানে অশ্রুরই রুপান্তর।
দেখেছ কি সেই অনন্ত অশ্রুর নির্ঝরী মাতম।
যদি মধ্য রাতের সিগারেট শেষবার মাতে অগ্নি আলিঙ্গনে
নির্বাণ সুখে অনন্ত বিলীনতার প্রতীক্ষায়।

No comments:

Post a Comment