তুমিও দেবে সান্ত্বনা আরও একটি ঝড়ের পড়ে
মাথা তুলে দাঁড়াবার প্রত্যয়ে। হাত তুলে আহ্বান করবে
একটু একটু আমি উঠে দাঁড়াবো তোমার সাড়ায়।
এরপর ঝড় থেমে গেলে তুমি নেই।
আমিও দাড়িয়ে তোমার স্পর্শ নিয়ে।
কে তুমি হে মোহিনী কভু শরীরী, কভু অশরীরী
অনেক অনেক রাত্রির পরে, ঝড়ের পরে তোমার কোমল মুখ
সে কেবল প্রেম নয়, বেঁচে থাকার প্রত্যয়।
অথচ নিক্বণে তোমার সুর দূরে দূরে সড়ে,
মন্দাক্রান্ত প্রেমেও আমার স্বচ্ছ চোখ তোমায় ছবি আঁকে।
তুমি নেই? আবার যে ঝড় আসবে?
তখন আসবে আবার? তুমিই প্রভঞ্জন।
মাথা তুলে দাঁড়াবার প্রত্যয়ে। হাত তুলে আহ্বান করবে
একটু একটু আমি উঠে দাঁড়াবো তোমার সাড়ায়।
এরপর ঝড় থেমে গেলে তুমি নেই।
আমিও দাড়িয়ে তোমার স্পর্শ নিয়ে।
কে তুমি হে মোহিনী কভু শরীরী, কভু অশরীরী
অনেক অনেক রাত্রির পরে, ঝড়ের পরে তোমার কোমল মুখ
সে কেবল প্রেম নয়, বেঁচে থাকার প্রত্যয়।
অথচ নিক্বণে তোমার সুর দূরে দূরে সড়ে,
মন্দাক্রান্ত প্রেমেও আমার স্বচ্ছ চোখ তোমায় ছবি আঁকে।
তুমি নেই? আবার যে ঝড় আসবে?
তখন আসবে আবার? তুমিই প্রভঞ্জন।
No comments:
Post a Comment