Saturday, July 22, 2017

ঢাকার ধুলো



ক্লান্ত দুপুর ক্লান্ত মনে
যায় বিষাদে সংগোপনে
ব্যস্ত ঢাকার ধুলোমাখা স্ট্রিট


পীচগলা রাস্তা পারাপার
ছুটছে ঢাকার এই শনিবার
স্তব্ধ তবু স্তুপায়িত ইট।


গাড়ির হর্ণে কান্না ঢাকা
নিকোটিন বুকে জমিয়ে রাখা
টিক টিক তবু বাজে হার্টবিট।


নিত্য চলছে সাপলুডু খেলা
উঠছি নামছি সারা বেলা
খুলবে কবে বিষন্নতার গিট।


ফোন কানেতে ওই পাশে কে
মনটি আড়াল করে, ঢেকে
ভাবনাগুলোকে খাচ্ছে দেখো কীট।


আমার ঢাকা আমার কষ্ট
সুতোয় বাধা সময় ভ্রষ্ট
কান্না আমার, তোমার খিটমিট।

No comments:

Post a Comment