Tuesday, July 22, 2014

স্বপ্ন

মিলিবে স্নিগ্ধ স্পর্শ তোমার কখনোবা চৈতালি দুপুরে
অথবা মৌন বিকেলের উদাসী জড়তায় হীম হাওয়ার মতো,
গোধূলির চুরি যাওয়া আলো নিমেষেই মনে হবে শত সহস্র 
প্রহরের সখা আর তোমার স্নিগ্ধ ছোঁয়া, এমনকি বৃষ্টিস্নাত সকালেও। 

মিলিবে স্নিগ্ধ স্পর্শ তোমার, তাই কতো আয়োজন।
শতশত শব্দাবলীর কবিতা হয়ে ওঠার দম্ভ, বাষট্টির বুড়োর
কলপ করে শাদা চুল ঢেকে দেয়ার মহাব্যস্ততা,
তোমার চপল চাহনী তাই সুরঞ্জনাদের নারীসুলভ ঈর্ষা।

তোমার স্নিগ্ধ স্পর্শ মিলিবে, কতো বদল হলো কবিতার
কিনু গোয়ালার গলি ছেড়ে কবেই হরিপদ কেরানীরা এসেছে 
চলে ভিক্টোরিয়া পার্কে নয়তো জগন্নাথের বিস্ফোরিত আঙ্গিনায়,
দারিদ্র্য ভুলে, বিদ্রোহী প্রেমিকের দুরন্ত চেতনায় ।

তোমার স্নিগ্ধ স্পর্শ মিলিবে রাজপথে অবরোধ,সংসদের
উচু নেতারা সবাই মাইক্রোফোন ছেড়ে ভিড় জমালো
শাহবাগের মোড়ে, ফুলের দোকানে,হাতে রক্তগোলাপ 
দৌলতদিয়ার আঙ্গুরলতাও সাহস করে- নতুন করে বাঁচবার।

No comments:

Post a Comment