Saturday, July 22, 2017

ভয়

মুহুর্তেই চেপে ধরে কুয়াশাময় ভয় হারাবার,
হরিপদ কেরানীরা বাস্তবের ধুসর প্রচ্ছদে
রঙিন স্বপ্ন সাজায় ক্ষনিকের ভ্রান্তিতে।
সহসা প্রহর গুঙিয়ে ওঠে বিচ্ছেদের আবহ সংগীতে।
আমাদের ধমনী তে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে যাতনারা।
পড়ে থাকে কিছু জিজ্ঞাসা অজানাই হয়ে
সময় কি কখনো আসবে আবার,
হারাবার নয় একান্তে পাবার??

ঢাকার ধুলো



ক্লান্ত দুপুর ক্লান্ত মনে
যায় বিষাদে সংগোপনে
ব্যস্ত ঢাকার ধুলোমাখা স্ট্রিট


পীচগলা রাস্তা পারাপার
ছুটছে ঢাকার এই শনিবার
স্তব্ধ তবু স্তুপায়িত ইট।


গাড়ির হর্ণে কান্না ঢাকা
নিকোটিন বুকে জমিয়ে রাখা
টিক টিক তবু বাজে হার্টবিট।


নিত্য চলছে সাপলুডু খেলা
উঠছি নামছি সারা বেলা
খুলবে কবে বিষন্নতার গিট।


ফোন কানেতে ওই পাশে কে
মনটি আড়াল করে, ঢেকে
ভাবনাগুলোকে খাচ্ছে দেখো কীট।


আমার ঢাকা আমার কষ্ট
সুতোয় বাধা সময় ভ্রষ্ট
কান্না আমার, তোমার খিটমিট।

ভালোবাসা মানে



ভালোবাসা মানে শব্দ মিছিলে প্রেমের শঙ্খনাদ
ভালোবাসা মানে মুখরিত গানে লীন হওয়া অবসাদ।
ভালোবাসা মানে মুখোমুখি বসে দুটি চোখে চোখে কথা
ভালোবাসা মানে দৃপ্ত দ্রোহ, ভেঙ্গে চুড়ে ফেলে প্রথা।
ভালোবাসা মানে উষ্ণ চুমোয় লাল হওয়া ওই ঠোঁট
ভালোবাসা মানে বিষাদ জ্বালায় ব্যথাতুর কোনো চোট।
ভালোবাসা মানে স্বপ্ন চোখে ঘুম ঘুম অভিলাষ
ভালোবাসা মানে হারানো পঙক্তির খুঁজে পাওয়া উল্লাস ।
ভালোবাসা মানে ব্যকুল সন্ধ্যে, মুঠোফোনে কোনো স্বর
ভালোবাসা মানে রিক্ত গোধূলি -তুমিহীন অবসর।
ভালোবাসা মানে জড়িয়ে বুকে স্নিগ্ধ চপল হাসি
ভালোবাসা মানে বারে বারে বলা তোমারেই ভালবাসি।

স্পর্শ

সকাল গড়ায়ে ঝিরিঝিরি অনুরাগ শিশির
স্পর্শ করে যায় তোমার সদ্য ঘুমভাঙা মুখ।
সহস্র শতাব্দির হিমায়িত অন্ধকার ঠেলে
জেগে ওঠা ভোরে
তোমার ফুলেল সুভাস মাখা চুল যেন
শুষে নিয়েছে সব কালো।
দিনমণি খেলা করে তৃপ্তির উষ্ণতায়।
ক্লান্তিহীন সুখের দ্যুতি যেন
আবহমান সম্ভোগ সুখের চেয়েও ঢের বেশি।
এক একটি সকালের মত
কিংবা রাত্রি ক্ষুধায় ভাস্বর জো
স্নার মত তুমি।
অবিনাশী সকাল তো তোমারি বিম্বিত স্বরুপ।
অথচ শোক ছোঁবে কি আর?
যখন নির্জন বিকেলে বিষন্ন চায়ের কাপে ডুবে যায় অনুরাগ সব।
অথবা রাত্রির মশারী জাল ছড়ায় গ্রহান্তরের।
অরব উচ্ছ্বাসে প্রাণিত স্বপ্ন
বর্ণময় হয় তোমার নিত্য স্পর্শে।
বিনিদ্র রজনীর দুর্বিষহ অবসন্নতা সেও তোমারই অদৃশ্যতা।
কবেকার কোন কবিতায় সাদাকালো কাগজ কালির
উষ্ণ মিলনে রঙিন হয়ে জন্মেছিলে।
সেই থেকে আজন্মকাল
রঙ ছড়িয়ে যাও, অনুভূতির।

Sunday, July 16, 2017

কৃষ্ণপক্ষ



অসহিষ্ণু সময় আঁকড়ে ধরে নিভৃতে।
মনের খোলা বাতায়নে অনাহূত জমা হয়
বিষাক্ত বিষাদ। দহনজ্বালায় পুড়ে অঙ্গার
সবুজ ভালবাসা সব, স্বপ্নের মৃত্যু মিছিল।  
তবু প্রেম ছুটে চলে আস্থার বিনির্মাণে
দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্লান্ত দ্বৈরথাক্রান্ত কায়া মন!  
শেষ বিকেলের আলোয় কালো শাড়ীর মতো
সময়ের অঙ্গ বিছিয়ে ছড়িয়ে পরে অন্ধকার।
পৃথিবী তখন স্বপ্নের শবালয়ে প্রেতায়িত।
ধ্বংসের প্রতীক্ষায় রয় ভালবাসার ইমারত,
যে স্পর্শে সচকিত জেগে উঠেছিলো ভ্রান্ত দুপুর
নির্ভরতার ব্রততী মুছে গেছে অন্ধকারে আজ।
চন্দ্রমল্লিকার তিথি সব আকাশে ধরা দেয় না
কৃষ্ণপক্ষে দেখবে বিজয়ের বৈজয়ন্তী!
মনের জমি দখল হয়েছে আজ, বিষাদে ।