Tuesday, June 20, 2017

দেবী



এরপর স্বপ্নহীন রাত্রি গুলো প্রেমহীন কামের মতই নিথর-
শরীরী সমর্পনে নিয়মের সংহার।
প্রেম বড় দুর্লভ এই মুখোশের প্রেক্ষাগৃহে।
তুমি অবিনাশী, প্রেমের মতই।
রাত্রির কামিত আহবানে পোশাকি সংগম নও।
সহস্র মৃত্যুর পর পুনরুত্থান ঘটে প্রেমিকের
তুমি আছ বলে কিছু রাত্রি এখনো স্বপ্নময়।
কামপীড়িত ক্ষুধার্ত যোনীর আকুতিতে প্রেম আবদ্ধ নয়।
তোমার প্রসারিত বাহু আজো এই বর্তুল বসুধায়
প্রেম নিয়ে আসে রাত্রিতে।
অত:পর রাত্রি হোক স্বপ্নময়, অবারিত প্রেমে।

No comments:

Post a Comment