Wednesday, May 24, 2017

একটি চুমুর প্রতীক্ষায়

মাঝে মাঝে প্রেমিকও যখন বিদ্রোহ করে গাঢ় চুমু খেতে চায় বিহ্বল আলিঙ্গনে,
প্রিয়তমা, মুহুর্তেই হয়ে যাও যেন মহিলা হোস্টেলের নিরস হল সুপার।
জানো সব প্রেমিকই জীবনানন্দ হয়, নয়ত বিষ্ণু দে
তুমিই কেবল বনলতা হও নি।
এ বছর মে মাসের অসহ্য গরমের মত
ওষ্ঠাগত প্রাণ, একটি চুমুর প্রতীক্ষায়।
উৎকণ্ঠিত কবি মধ্যরাতের অনাহুত
অনাকাঙ্ক্ষিত অতিথি নয়,
তোমায় সাথে নিয়ে জোৎস্না খুঁজবে বলে তার আগমন।
অথচ তুমি প্রথার পর্দায় চাঁদকে ঢেকে দিলে।
কামিত বুকের গন্ধ ভরা বরুণা হলে
মধ্যরাতের উষ্ণ বিছানায়।
বনলতা হলে না, হলে না যামিনী রায়।
শব্দরাও তাই কাব্য বোনে-
একটি চুমুর প্রতীক্ষায়।

No comments:

Post a Comment