Monday, May 22, 2017

বিষণ্ণ সংকেত



অনেকটা পথ এখনো রয়েছে বাকি,
এমনি শুনেছি চারপাশে, মৌখিক সান্ত্বনায়।
অথচ চলতে চলতে একা, ক্লান্তিও ভর করে অস্থি-মজ্জায়
মহাকালের বুক থেকে বরাদ্য পাওয়া এক চিলতে জীবন
তবু জীবনানন্দিয় বিপন্ন বিস্ময়ে ক্লান্ত হয় নিয়ত।
কিছু কিছু ঝড় হয়তো পুর্বাভাস ছাড়াই
জানান দেয় তান্ডবময় অস্তিত্ব।
সময়ের তীর বেয়ে ধেয়ে আসা শঙ্খনাদ
সুর তুলে যায় থমথমে নির্জনতায়,
অস্তরাগের আবির্ভাবে, তবুও বলছ!
অনেকটা পথ বাকি?

পায়ের মাপের ভূমি নিয়েছে আপন পরিচয়
চলিঞ্ছু জীবনের প্রতিটি কক্ষপথে, সংকীর্ণ রুদ্ধতায়।
আরও কিছু ছিল তবু সুর, আরও কিছু গান
কিছু অভিমান আর অনুযোগ, তাও ছিল।
সব সুর বিষণ্ণ সংকেত ভেবে রাত্রিতে জড়িয়ে নেয় পৃথিবী।
বিষাদের অতলান্তে প্রসারিত হয় ক্রমে
রাত্রির দীর্ঘতা । সামনে এগুবো?
সবাই তো বলে শেষ বলে কিছু নেই ।
প্রশ্বাসে বয়ে বিষণ্ণ হাহাকার, সামনে পা বাড়াই।
নৈশব্দে পাশে দাঁড়ায় স্মৃতির কঙ্কাল।
অস্তরাগে- অস্তাচলে, নীল নীল বিষাদে।

No comments:

Post a Comment