Monday, July 13, 2015

স্মৃতি আজ হে প্রিয়া



অতঃপর অবেলায়
স্মৃতির বিস্তৃত ভেলায়
ভেসে আসা কিছু গান
কিছু প্রেম -অভিমান।  
কিছু যাতনা কিছু হাসি
অস্ফুট স্বর- ভালবাসি
সিগারেটের গাঢ় ধোঁয়া
কাঁপা ওষ্ঠের তৃপ্ত ছোঁয়া,
কয়েকটি দ্রোহের ছন্দ
স্পর্শের তীব্র আনন্দ  
সপ্তাহ জুড়ে টিউশন
কিছু কনফিউশন।  
লাল নীল অনুভব
ম্রিয়মাণ আজ সব।
কিছু স্মৃতি কিছু গান
মুখরিত কলতান
কিছু মুখ কিছু প্রাণ
ঘিরে থাকে অভিমান।
জড়িয়ে যে কত না
বিচ্ছেদ যাতনা।
তারপর এবেলায়
কিছু স্মৃতি যে হেলায় ।
থাক আজ সে ব্যকুল,
জমে থাকা কিছু ভুল।
সেই ক্যাফেটেরিয়া  
স্মৃতি আজ হে প্রিয়া।

No comments:

Post a Comment