তোমার দেখা পাবো তাই এলোমেলো শব্দেরা সুবিন্যস্ত হল কবিতায়
শত শত কবির কলম ফুঁড়ে অগোছালো ভাবনারা তৈরি করলো
প্রেমের গল্প।
তোমার চাহনির উত্তাপে ভস্ম হতেও প্রবল ইচ্ছে
জাগে উন্মাদ কবির।
স্পর্শের স্পর্ধা নাইবা আসুক দূর থেকেই নিংড়ে
নেব তোমার স্নিগ্ধ নির্যাস।
তোমার দেখা পাবো তাই কফির পেয়ালায় চুমুক দিয়েই
রজনীর জাগ্রত আলিঙ্গন
স্ট্রীটে স্ট্রীটে ছড়িয়ে পরা দ্রোহের ফুলকি আজ
সানডে বলে নিভৃত হয় প্রেমে।
তোমার হাসির চপল ছন্দে সহাস্যে প্রাণবন্ত হয়
ফাঁসির আসামী , গিলোটীনে।
তোমার আহ্বান নাই বা আসুক তবু ইচ্ছেরা ডানা
মেলুক প্রাণে, প্রেমের উষ্ণতায়।
পঁচাত্তরের নকশাল কিংবা সর্বহারারাও
মার্ক্স-লেনিন ভুলে প্রতীক্ষায় তোমায় দেখার।
তোমার দেখা পাবো তাই, জেল পালানো কয়েদীও যাত্রায় বিরাম দেয় অপলক।
স্পর্শে নয় , হয়তো কেবল দেখা আর কল্পনাতেই
জীবন্ত তুমি , তুমি অতুলনীয়া ।
No comments:
Post a Comment