অনুকাব্য-১
অনুকাব্য-২
উষ্ণ স্পর্শে হাজারো বর্ষে
করিলে আমারে পূর্ণ,
প্রেমের ঢলে ভাসলো যে প্রাণ
বিষাদ নিমেষে চূর্ণ
অনুকাব্য-৩
আমি জীবন দিয়ে স্বপ্ন গড়ি
তুমি দ্বিধার গল্প বলো।
আমি বাঁচার অধিকারে লড়ি,
তুমি রক্তের হোলি তোলো।
অনুকাব্য-৪
বিশ্বকাপের উন্মাদনায়
সবাই মাতে সুখ-বেদনায়
কেউ বা ব্রাজিল কেউ আর্জেন্টিনা
কেউ বা জিতি -কেউ জিতিনা।
অনুকাব্য-৫
গাইছো শত গান গো তুমি
লিখছো কবিতা
তবু মোহিনীর নেই ভ্রূক্ষেপ
বৃথাই সবই তা।
বৃথাই সবই তা।
অনুকাব্য-২
উষ্ণ স্পর্শে হাজারো বর্ষে
করিলে আমারে পূর্ণ,
প্রেমের ঢলে ভাসলো যে প্রাণ
বিষাদ নিমেষে চূর্ণ
অনুকাব্য-৩
আমি জীবন দিয়ে স্বপ্ন গড়ি
তুমি দ্বিধার গল্প বলো।
আমি বাঁচার অধিকারে লড়ি,
তুমি রক্তের হোলি তোলো।
অনুকাব্য-৪
বিশ্বকাপের উন্মাদনায়
সবাই মাতে সুখ-বেদনায়
কেউ বা ব্রাজিল কেউ আর্জেন্টিনা
কেউ বা জিতি -কেউ জিতিনা।
অনুকাব্য-৫
ধ্বসছে দালান, ডুবছে জাহাজ
মরছে মানুষ ঢের
আর কতো মৃত্যুতে ঘুম
ভাঙবেই রাজাদের!!
মরছে মানুষ ঢের
আর কতো মৃত্যুতে ঘুম
ভাঙবেই রাজাদের!!
No comments:
Post a Comment