Sunday, July 6, 2014

দ্রোহ আর প্রেমের আলিঙ্গনে


আজন্ম দ্রোহ আর প্রেমের সংকটের দ্বৈরথে বিপন্ন বোধ।  
যেই সময় প্রেয়সীর বুকে মাথা গুঁজে তপ্ত কামনার অনুভূতি নেয়ার
অথবা নির্মল ফুল হাতে প্রেমিকার পানে প্রতীক্ষারত চঞ্চলতা,
মুহূর্তেই মিছিলের বজ্রনাদে নির্মল ফুলগুলি যেন দৃপ্ত গনশ্লোগান
অথবা মাথা রেখে পীচ ঢালা রাস্তায় নিস্তব্ধ নিথর-
বুলেটের সাথে দ্বন্দ্বে, রক্ত-ক্লেদ মিলে মিশে একাকার।

জ্যোস্না যেথায় চিত্ত-কাননে গ্রথিত করে সুরের আলোড়ন,
প্রেমিকের প্রতিটি নিঃশ্বাসের ফোঁড় হয়ে যায় এক একটি
জীবন্ত প্রেমের কবিতা-  প্রেমিকার ওষ্ঠের কামিত স্পর্শে।
এখানে জ্যোস্না শোভিত বিভা নয়,আছে শোষণের তপ্ত অঙ্গার
এখানে স্বপ্ন কে কিনে নিতে হয় দ্রোহের কড়ি দিয়ে, এখানে
অধিকার প্রাণ পায় মিছিলে উত্থিত মুষ্ঠির ঝংকৃত মুদ্রায়।

মাত্র তো আর কটা দিন , এই বুঝি মিলে গেলো নির্মল ছোঁয়া  
প্রেমিকার উষ্ণ চুম্বন নয়, মুক্তির উকণ্ঠিত যাতনার স্পর্শ।
সময়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মুক্তির অবাধ্য হুংকার, দ্রোহ তাই
ডানা মেলে বয়ে যায়  মিছিলে মিছিলে, প্রেয়সীর সুডৌল বক্ষ ছেড়ে
রাজপথে তাই বুলেটের মুখোমুখি দারিয়ে, দ্রোহের সঙ্গমে।
দ্রোহ আর প্রেমের আলিঙ্গনে ধ্বনিত হবে মুক্তির প্রসব বেদনা।

No comments:

Post a Comment