আমি জীবন দিয়ে স্বপ্ন গড়ি
তুমি দ্বিধার গল্প বলো।
আমি বাঁচার অধিকারে লড়ি,
তুমি রক্তের হোলি তোলো।
আমি জন্মেছি শুধু শোষিত হতে
তোমার আছে মারণাস্ত্র
আমি নির্বিচারে গুলি খেয়ে মরি
নিশ্চুপ কানুন-শাস্ত্র ।
আমার ঘরেই রক্তাক্ত আমি
তোমার হিংস্র থাবার আঘাতে ।
বিশ্ব মানবতা লুণ্ঠিত হলো
তোমার পাশবিক কালো হাতে।
তবু জেগে রই , নিথর নয়নে
মুক্তির আশা বুনে।
তোমার বিনাশ হবেই বৈকি,
শান্তি আসবে ভুবনে।
No comments:
Post a Comment