কতকাল বয়ে গেছে
নীরবে অনাহূত সব ভুলের গল্পে
ক্রমেই বিলীন হই অন্ধকারে, স্বেচ্ছা নিমজ্জনের কল্পিত সুখে।
পেছনে তাকালে পরে কিছু চেনা মুখ, চেনা চেনা শব্দ,
চেনা কিছু অধিকার আরও, শহুরে বাতাসে অবিশ্বাসের বিষ।
প্রত্যহ সঞ্চিত ব্যথা নিয়মের শ্লেষে জমা পরে অবিরাম
মেঘ কেটে গেলে আকাশে মাথা গুঁজবে বিদীর্ণ নীল
তুমি তখন শব্দের পাহাড়ে শব্দ গেঁথে জীবন্ত এক উপন্যাস।
নিভৃতে ঠাই পাও মনের সবটুকু স্থান জুড়ে, অপরাধবোধে।
আসলে থমকে গেছে মহাকাল, তোমাহীন দহন জ্বালায় ।
প্রেমাংশুর রক্তে লাল হয়েছে দেখো খোঁপায় গোঁজা গোলাপ
অথচ ভোরের ঈপ্সিত সুখে তুমিই গোলাপ ছিলে কতকাল।
শৃঙ্খলিত শব্দের কুণ্ঠা ভেঙ্গে বেশ তো সরব ছিলে প্রেমে
প্রথাহীন তুমি আমি নতুন দিনের নতুন কোনো ভোর,
অনন্ত ভ্রমের কুহকী সুর অনুতাপে খুঁজে নিক বাস্তবতা
জানোইতো দগ্ধ দুপুর গুলো আমার মনের মতই বিষণ্ণ।
আর শেষ বিকেলের আলোয় তুমি কেবল রাত্রির প্রতীক্ষা।
ক্রমেই বিলীন হই অন্ধকারে, স্বেচ্ছা নিমজ্জনের কল্পিত সুখে।
পেছনে তাকালে পরে কিছু চেনা মুখ, চেনা চেনা শব্দ,
চেনা কিছু অধিকার আরও, শহুরে বাতাসে অবিশ্বাসের বিষ।
প্রত্যহ সঞ্চিত ব্যথা নিয়মের শ্লেষে জমা পরে অবিরাম
মেঘ কেটে গেলে আকাশে মাথা গুঁজবে বিদীর্ণ নীল
তুমি তখন শব্দের পাহাড়ে শব্দ গেঁথে জীবন্ত এক উপন্যাস।
নিভৃতে ঠাই পাও মনের সবটুকু স্থান জুড়ে, অপরাধবোধে।
আসলে থমকে গেছে মহাকাল, তোমাহীন দহন জ্বালায় ।
প্রেমাংশুর রক্তে লাল হয়েছে দেখো খোঁপায় গোঁজা গোলাপ
অথচ ভোরের ঈপ্সিত সুখে তুমিই গোলাপ ছিলে কতকাল।
শৃঙ্খলিত শব্দের কুণ্ঠা ভেঙ্গে বেশ তো সরব ছিলে প্রেমে
প্রথাহীন তুমি আমি নতুন দিনের নতুন কোনো ভোর,
অনন্ত ভ্রমের কুহকী সুর অনুতাপে খুঁজে নিক বাস্তবতা
জানোইতো দগ্ধ দুপুর গুলো আমার মনের মতই বিষণ্ণ।
আর শেষ বিকেলের আলোয় তুমি কেবল রাত্রির প্রতীক্ষা।