Wednesday, August 9, 2017

ভ্রম



অবারিত জ্যোৎস্নার ঢলে আমার রাত্রি মাহেন্দ্র নয়
কবিতার বুকে চেপে আছে ভারী কিছু দীর্ঘশ্বাস।
নির্লজ্জ কষ্টগুলো কেবল অশরীরী সঙ্গ দেয় অবিরাম।
নিকোটিন সর্বস্ব ফুসফুসে হয়তো বিষাদের পুরু আস্তরন
এরপর নৈঃশব্দ্য জমে একাকী কবিতার প্রতিটি অক্ষরে।
প্রতিমুহূর্ত তাড়া করে বেড়ায় অজানা কোনো ভয়
তোমার রাশভারী হেলায়, অনির্বাণ ঘৃণায় আমি চিত্রিত। 

ক্যালেন্ডারের পাতায় পাতায় তবু প্রতীক্ষায় দিন গুনি
আসন্ন রাত্রি যেন অনুরাগের তৃষিত চন্দ্রমল্লিকা,
জানি সব ভ্রম, সময়ের ক্রোধে তুমিও খুঁজে নেবে
অন্য কোনো আস্থার বুক, অন্য কোনো শরীরী ঘ্রাণ। 

একদিন থেমে যাবে ঝড় সুখ প্রহরের দূর্বার আগমনে  
তোমার প্রতীক্ষিত হাসি জমা থাক সেদিনের তরে  
অন্য কোনো গল্পে ভাস্বর হবার আড়ম্বর আয়োজনে।
আমার প্রতীক্ষা জানি রয়ে যাবে সতত শাশ্বত,
তুমিও তৃপ্তির হাসি হেসো ভালো থাকবার বিজয়ে।

No comments:

Post a Comment