Wednesday, August 16, 2017

যুগলবন্দী



মনের ছোঁয়ায় আমরা যবে
হলাম যুগলবন্দী
দুঃখরা সব অতীত; হলো
সুখের সাথে সন্ধি।

গড়েছি পুণ্য প্রেমের ভুবন
প্রেমকে করেছি অর্ঘ্য
পুণ্য প্রেমে সিক্ত মোদের
ধরণী হয়েছে স্বর্গ ।

তোমার মাঝেতে খুঁজি আপনেরে
সুখের প্লাবনে ভেসে
মৃত্যুরে সদা তুচ্ছ করি
তব মুখো পানে হেসে।

হৃদয় জুড়ে পরস্পরে
প্রেমের স্পর্শে শুচি
লৌকিকতার নির্বাণে মোরা
দুঃখরে দেই ঘুচি।

হয়তো মোরা নিজেদের ক্ষতি
এনেছি ডেকে নিজেই
সব প্রথা আজ মুছে যায় যাক
সিক্ত প্রেমে ভিজেই।

হিংসা দ্বেষে অবনী যবে
ক্রমাগত নতজানু
আমাদের প্রেমে আলোক মিছিলে
দীপ্ত হয়েছে ভানু।

আমি তুমি আজ নিজেদের মাঝে
মিলে মিশে একাকার
ছিন্ন করবে এ বাঁধন মোদের
স্পর্ধা আছে বা কার!





No comments:

Post a Comment