Monday, August 21, 2017

অতঃপর প্রস্থান


এমনি করে কেটে যাবে সময়ের চক্র,
দূরে আমি দূরে তুমি,
কাছাকাছি শুধু অনাহুত যাতনারা।
ঢেউ তুলে যায় অবিরাম বোধন,
কিছুবা তৃষিত কামনা।
অধরাই রবে, যত দিন যাবে-
কিছু বিচ্ছেদ নীল নয়।
রামধনুর সাতরঙা সুরে রঙিন হয়।
অত:পর দিবাবসানে একাকী একাকিনী হয়ে
ঘুমের ঘোরে স্বপ্ন সংগম,
শোনো তবে শেষ রাতে ফুরোলে চৈত্রী
তুমিও তখন নিশ্চল স্বপ্ন
আধোঘুমে বয়ে চলা শব, অতঃপর প্রস্থান ।
সকাল হলে মুখোমুখি কফির কাপে
দূরে আরও দূরে কয়েকটি জোড়া কবিতায়
তুমি আর আমি, বিচ্ছেদে।

No comments:

Post a Comment