Sunday, March 1, 2015

রুদ্ধ হোক স্বর



চুপটি করে থাকনা রে তুই
কস যে কথা বেশ।
এতো কথার কাজ কি বা আজ
আগাচ্ছে তো দেশ।

স্বাধীনতা সব মেকী তা
মুখে কুলুপ আট।
কইলে কথা মুক্ত স্বরে
সব হবে লোপাট।

শিল্পীরা সব চুপ বনে যা
শিল্পটা যাক চুলোয়
আগাচ্ছে দেশ এগুক না সে
নাচছে শত মুলোয়।

মুক্তমনে কইলে কথা
পাবে না কেউ রক্ষা,
এদেশ আমার এদেশ তোমার
তবুও যে সব ফাক্কা।

কবির কলম যাক থেমে যাক
বাজুক অসুর হুংকার
প্রতিবাদহীন অসার থাক আজ
বিজয়ের অহংকার।

No comments:

Post a Comment