Wednesday, March 25, 2015

একটি নিবিড় স্পর্শ



উদ্ভ্রান্ত বিকেলের চুয়ে পরা হলুদাভ আভায়
কিছু আধখেঁচড়া সপ্ন, কিছু নির্নিমেষ যাতনা
কিছু নিবৃত আস্ফালন, পাছে কিছু অনুক্ত কথন
পড়ে আছে হেলায় , অবিরাম সময়ের দ্যোতনায়।

কখনো বা কোন নিবিড় স্পর্শে হরষিত চিত্তে
ভালবাসার প্রগাঢ় রোমন্থন, মেঘময় বিকেলের
স্তব্ধ স্বরে প্রতীক্ষার দুঃসহনীয় প্রহর, স্মৃতির
প্রচ্ছদে অঙ্কিত আজ কাব্যসব, বিসর্জনের ব্যথা।
গোধূলিতে কাব্যস্নান আর প্রতিবাদের বিস্ফোরিত
শব্দাবলী, মৌনতায় কুণ্ঠিত আজ বিক্ষিপ্ত সময়ের গ্রাসে।

স্বপ্ন খেয়ার  দুরন্তপনায় বাধসাধে আলস্য
আজ তাই ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে খুঁজে ফেরা
স্মৃতির লাল নীল নুড়ি, একটি চেনা কণ্ঠ
ছন্দ মাখানো প্রেমের কয়েকটি কবিতা আর
একটি নিবিড় স্পর্শ, সময়ের বৃথা আস্ফালন।
দাপটে বিচরিত হয় বিসর্জনের ব্যথা।

No comments:

Post a Comment