আমি কবি তাই আমার কবিতা ডানা ঝাঁপটায়
উম্মাদ বিদ্রোহী সুরে
আমি কবি তাই আমার শব্দ মিছিলে ওড়ায়
মুক্তি আভাস।
আমি কবি তাই আমার ছন্দ স্বপ্ন বিলাস, উল্লাস
ভরা প্রাণোচ্ছাস।
আমি কবি তাই বর্ণমালারা উজ্জীবিত,
বর্ণীল হয় চেতনা জুড়ে।
আমি কবি তাই আমার কবিতা প্রেম- যাতনার
নীরব প্রমান
আমি কবি তাই ক্রীতদাস হয়ে শৃঙ্খল ভাঙ্গি
শোষণের সব।
আমি কবি তাই ঘুমন্ত নই, প্রতিবাদী
ঝংকারে সরব।
আমি কবি তাই প্রেমিকের প্রতি গোপন
প্রিয়ার মৃদু অভিমান।
আমি কবি তাই আমার ভাষা মুক্তি নিনাদ
তোলে
আমি কবি তাই আমার একুশ আমার অহংকার
আমি কবি তাই আমার কবিতা বিদ্রোহী চিৎকার।
আমি কবি তাই আমার কবিতা দ্রোহের গল্প
বলে।
No comments:
Post a Comment