কোন এক গোধূলির পরে
ক্লান্ত উদাস রাত্রির চরাচরে
সীমাহীন অপরাধ বোধের গ্লানি
বিকট পাপের বিষণ্ণ হাহাকারে
বোধের আহত ডানায় ভর করে
হতাশা।হাতরে খুঁজে ফিরি
এই জড়তা ভরা নিঃশব্দের পরে
তারুন্নের উদ্বেল।
বিবর্ণ বিকট বর্তমানের কাছে
পরাজিত সেই বোধ, দর্শন।
সেই স্পর্শ আজ আলোড়ন হয়ে জাগে না,
কেবল দহন জ্বালা, সেই চুমু আজ
উৎকণ্ঠার নয়, আবেগ রাঙ্গান ভালোবাসার নয়,
প্রচলিত সমাজের চোখরাঙ্গানো নিষেধের
চাতুকারিতায় মগ্ন।
নিরবধি কেঁদে যায় চেতনার অতীত।।
ক্লান্ত উদাস রাত্রির চরাচরে
সীমাহীন অপরাধ বোধের গ্লানি
বিকট পাপের বিষণ্ণ হাহাকারে
বোধের আহত ডানায় ভর করে
হতাশা।হাতরে খুঁজে ফিরি
এই জড়তা ভরা নিঃশব্দের পরে
তারুন্নের উদ্বেল।
বিবর্ণ বিকট বর্তমানের কাছে
পরাজিত সেই বোধ, দর্শন।
সেই স্পর্শ আজ আলোড়ন হয়ে জাগে না,
কেবল দহন জ্বালা, সেই চুমু আজ
উৎকণ্ঠার নয়, আবেগ রাঙ্গান ভালোবাসার নয়,
প্রচলিত সমাজের চোখরাঙ্গানো নিষেধের
চাতুকারিতায় মগ্ন।
নিরবধি কেঁদে যায় চেতনার অতীত।।
No comments:
Post a Comment