ক্রন্দনের আবছা সুর নিশুতি ভ্রমের পরে
প্রতারিত করে সময়ের রুদ্ধ মুহূর্তকে।
জাল বিছিয়ে থাকা অন্ধকারে জ্যোৎস্না
কালো হয়, গাঢ় কালো হয়- কালো সময়ে।
শহুরে রাস্তায় গড়াগড়ি খাওয়া কালো পীচ
ধার করা সোডিয়াম আলোর আলিঙ্গনে
রঙ বদলায়, রাস্তার কোণে নির্দয় রাতে অসহায়
ঐ মেয়েটির বদলে যাওয়া জীবনের মত।
অবরুদ্ধ ভোরের ঠোঁটে অবিশ্বাসের হাসি,
রাত্রির গহীনে, আরও গহীনে নিমজ্জন!
আমাদের রক্তে ঘামে অনুপ্রবেশ করে অন্ধকার,
আমাদের সীমাহীন সীমায় সঙ্গম করে কাঁটাতার ।
আমাদের সীমাহীন সীমায় সঙ্গম করে কাঁটাতার ।
নির্লিপ্ত অন্ধকারে মুখলুকোনো স্বত্তারা
খেয়ালী কাব্য বুনে যায়, পরাজয়ের।
No comments:
Post a Comment