Wednesday, September 19, 2018

চেনা খাম


মেঘাচ্ছন্ন অম্ভরে রোদ্দুর বড় সংকটে
আচমকা ভ্যাঁপসা এক বিষণ্ণতায় ক্লান্ত হই
নিয়ত প্রেমাচ্ছন্ন ক্ষণ সময়ের মুল্যস্ফিতিতে
নিমেষে হয় পাঁচতারার মোটা খরচ।
অথচ মাসকাবারি প্রেমিকের শেষ সম্ভল প্রেম
শ্বেত শুভ্র রজনীগন্ধারা বাগানেই জীবন্ত
অনায়াসে ছোঁ মেরে বুকে নেই তবু
অপারের প্রেমের আশ্রয়ে সজীব করার প্রত্যয়ে
এরপর নিয়মের খরতাপে রোদ্দুর জ্বলে।
পুড়ে পুড়ে খাক হয় সব।
কবিতার শব্দে তেল ঝলসানো ছোপ ছোপ বিষাদ
কবিতার ছন্দে অনাহুত বাস্তবের শক্ত বেড়ি।
আর সেই রজনীগন্ধা!! অম্লান হয়ে আজো
সুবাস ছড়িয়ে যায় দক্ষিণা জানালায় মুখ করে
দূর থেকে দূরে তার স্পর্শ ছড়ানোর অভীপ্সায়।
চেনা ঘামের ব্যকুল গন্ধের ভিড়েও তুলে নেয় চেনা খাম।
সেখানে একটা চিঠি আছে। লেখা তাতে "ভালোবাসি"

No comments:

Post a Comment