Wednesday, September 19, 2018

চুরি সঙ্গম

অতপর এক বিনিদ্র নিকষ রাতের বুকে
অন্ধকারের প্রক্ষেপন
শেষ বিকেলের আলোয় উপচে পড়া সুখের সঙ্গম
দিনশেষে নিয়মের কারায়।
তবু আনমনে বিচলিত রাত্রির কোলে
নিশুতি উন্মাদনায় দুমড়ানো বিছানায়
কামনার শ্লেষে প্রেম তবু উকি দেয়
দূর থেকে দূরে থাকা প্রেমিকের তরে?
নির্ঘুম এক রাত আজ নিরবতার রুদ্ধশ্বাস।
চেনা বিছানায় চুরি সঙ্গম,
তবু ক্লান্তিহীন আরো একটি নতুন ভোরের প্রতীক্ষায়।
নিকোটিনের প্রবল দহন সহসা কুন্ডলীপাকায়
অলিন্দে নিলয়ে।
মুঠোফোনে চেনা স্বর বড়ই প্রেম বিলোবে কাল।

No comments:

Post a Comment