Monday, September 4, 2017

অদ্যাপি




কলমের সরু কায়ায় জমেছে রুগ্ন ক্লান্তি,
শব্দের অনুনাদে তাই দীর্ঘশ্বাসর ভর ।
সময় গিয়েছে বয়ে স্থির বসন ছুঁড়ে দিয়ে
দূর্বার চলন্তিকায়, সব রঙ তার গোগ্রাসে
গিলে ফেলে  নেমেছে অন্ধকার।
চোখের আলোয় অবিশ্বাস যেন স্ফীত নৈরাশ্যের মতই ব্যপ্ত।
শব্দরা মাঝে মাঝে মধ্যরাতের ব্যর্থ প্রেমের একাকী সংলাপ
হয়ে প্রতিধ্বনিত হয় বদ্ধ দেয়ালের এপাশ ওপাশ।
পৃথিবীর সব ফুল সৌরভ ছেড়ে বুকে নিয়েছে
ঝাঁঝালো আস্বাদ। জেগে উঠে দেখো-
আমাদের লালিত বোধে আজ ক্ষমাহীন স্থবিরতা।
হে অমানিশা, আরও প্রকট হও।
প্রতীক্ষিত আলোর পথ রুধে দাও বিকটতায়।
তবু একদিন ভোর হলে তুমি আমি একসাথে
ইতিহাস হবো অনন্ত ঘৃণায়।

No comments:

Post a Comment