নদীর তীরে বাঁধা নৌকো জলের হিন্দোল সুখে মত্ত।
কেউ জানে না স্রোতের তাণ্ডবে নোঙ্গর ডুবলে সেও
হবে দিশেহারা।
অশরীরী রাত্রির মত বিপন্ন বিকট স্তব্ধতায়
প্রাণহীন রবে।
এরপর পাখিদের ডাক সব কেড়ে নেবে নিশাচর প্যাঁচা।
কৌরবে লালিত ধৃতরাষ্ট্র অন্ধকারেই খোঁজে
নিষিদ্ধ ভবিষ্যৎ।
আরও একটি ভ্রমের নিশিথে বিভ্রান্ত তরী নিমজ্জনে
লীন।
শত প্রেমিক অগত্যা মাথা পেতে দেবে গিলোটীনে
নির্ভীক-
মুক্তি খোঁজো অন্ধকারে? পৃথিবীর সব সুর
ক্রন্দনাক্রান্ত।
কেউ ভুলে থাকে আর কেউ থাকে ভুল এ, অন্তহীন
অমিল।
আমাদের রক্তে, অস্থিতে মজ্জায় জমতে থাকে অন্ধকার
ব্যথার কালো অক্ষরের মত, নির্বাণ সুখে খুঁজে
নেই মুক্তি।
পৃথিবী ঘুমোলে জেগে উঠবে সকল বিষণ্ণ কবিতারা,
প্রেমিকার বুকে তবু দহন নয়, জমে থাক উষ্ণ কাম
শিহরণে শিহরণে নিবৃত্ত হোক নতুন শরীরের গন্ধে।
এরপর বৃষ্টি হলে নেমে আসুক ঘুম ঘুম আদ্র শীত।
কখনো পুরনো ডায়েরীতে চোখ বোলালে কবিও ফিরবে
একদিন
কান্না হয়ে, একাকী অবসাদে ভুলে ভরা স্মৃতির
রোমন্থনে।
No comments:
Post a Comment