Thursday, June 27, 2019

বিষণ্ণ দুপুর


অনুগ্রহে অকিঞ্চিৎ সমাবেশ গড়ে অধরা বিস্ময়ের সুর
অনাদিকাল ধরে লালিত সত্ত্বার আচমকা বহির্মুখী বিচ্ছুরণ  
অপার আলোয় জমানো আকুতিতে সুখ ছুটছিল বেপরোয়া
মধ্যপথে ছন্দপতন! জীবন তবু অন্বেষণে রয় স্থিতির।
দুপুরের ভাতঘুমে তৃষিত ক্লান্তি মাঝে চেনা এক ঘ্রাণ
দ্বৈরথে থাকো ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে, গড়ে দিতে অতল বিস্মৃতি।
শত শত কবিতার অক্ষর জুড়ে নেমে আসে অন্ধকার
শহুরে রাস্তার পীচে পীচে পদাঘাত করে যায় বিষণ্ণ দুপুর  
বাজার অর্থনীতি কবির ঝোলা ব্যাগ কেড়ে নিয়েছে কবেই
অসহায় পড়ে থাকা শব্দরা তবু আজো কবিতা হয়
পাণ্ডুলিপির বক্ষতল ভুলে, ছড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস প্রদাহে।  

No comments:

Post a Comment