Sunday, December 21, 2014

প্রস্থান



জানি হয়তো শেষ হবে এ পথচলা
থাকবে না পড়ে  মনের কোন এক কোণে
অস্ফুট কোনো জিজ্ঞাসা, গাঢ় কোনো অভিমান।
জানি হয়তো কবিতার চপল ছন্দে আর দুর্বার শব্দে
জেগে উঠবো না আর তোমার অষ্টাদশী বুকের স্পন্দন হয়ে।
থেমে যাবে সব, জানি স্মৃতির রোদেলা প্রান্তে জমবে
মেঘের বিস্মৃত ছায়া। হয়তো সময়ের আবরণে ঠাই মিলবে
নিছক উযাপনের নিয়ম মাপা দিনে, ক্ষুদ্র কোন আড্ডায়,
চায়ের পেয়ালায় অথবা সিগারেটের উদাসী ধোঁয়ায়।

কতনা অভিমানে ঘেরা হাজারো প্রশ্ন থমকে যাবে সব
গোধূলিতে মোহনীয়  মায়া নয়, খুঁজে যাই আঁধারের আহ্বান
এসেছিল যে স্নিগ্ধ ছোঁয়া মেখে, কল্পলোকের রঙিন আঙ্গিনায়
ভুলে ভরা কবিতার ছন্দে আর ভ্রান্তি জড়ানো গল্পের কুহকে
বিষাদের কালো রঙে ছাপিয়ে দিয়ে গেলো চিত্তকাননের সবুজ।
আবেগের উষ্ণতায় নয়, মোহাবিষ্ট আরক্তিতে নয়, আবেগঘন
প্রশ্বাসেও নয়, ভাবনায় তাই সাথী হলাম দীর্ঘশ্বাস হয়ে,
বিচ্ছেদের করুণ সুর যেন বিধৃত হল ভুবনময়।
প্রাণোচ্ছাসে নয়, বয়ে চলা নিরবধি নৈশব্দের থমথমে
নীলিমায়, প্রস্থানের শ্লেষ মাখা ডাকে।


No comments:

Post a Comment