কল্প আকাশের বুনোহাঁস কবেই উড়ে গেছে শব্দডানায় ভর করে, ছন্দ পেখম খুলে! নি:সার কল্প আকাশ নৈশব্দ নিয়ে অসার থাকে বর্ণহীন বিষাদের অন্ধকার আবরণে। বুনোহাঁস উড়ে গেছে দূরে, সব নিয়ে তার, সময় কোথায় তার কারো দু:খ ভার বইবার! কল্পলোকে আকাশ আছে আজো, নিরুদ্দেশ লীন হওয়া বুনোহাঁসটি নেই। কবিতা তাই কাগজ ফুঁড়ে জন্ম নেয় না অনেকদিন, ছন্দহীন আলাপনে মত্ত ব্যস্ত সময়। কেউ কি খুঁজেছে আর সেই বুনোহাঁসটার? পেখমে পেখমে বিলিয়ে যেত কাব্যদ্যুতি। শব্দহীন কল্পলোকে অনাহুত প্রবেশ করে দরকষাকষি বাক্যবাণ। তবু নিভু নিভু আলোয় শূন্য আকাশটি আজো একটি প্রেমের কবিতার প্রচ্ছদ হতে চায়।
No comments:
Post a Comment