Monday, February 29, 2016

শূন্যতা বাড়ে



পেলব মেঘ নিমেষে উড়ে  যায় নিরুদ্দেশে -শূন্য সঙ্গমে,
বালিয়াড়ি পথ বেয়ে বইতে থাকে নিরবধি সময়ের স্রোত ।
পুরনো দেয়ালের বুকে ঠাই নেয়া দস্যু ফাটল পুরু হয় ঢের,
আর অন্ধকারের কোলে মাথা রেখে ঘুম যায় রুদ্রবালক। 

অনন্ত ঘুমের ঘোরে সুক্ষ মশারির কারাগারে রুগ্ন জ্যোস্না
বিম্বিত হয়ে আছড়ে পড়ে মায়াবী নৈশব্দে, শূন্যতা বাড়ে-
নদীর স্রোতে, রাত্রির কোলে আর উন্মুক্ত আকাশ নীলে ।

No comments:

Post a Comment