Tuesday, February 9, 2016

তিলোত্তমা-২



তিলোত্তমা, ধুলোমাখা চিঠি আর নির্জলা বাসী গোলাপ
আজ নিরুত্তাপ আবেগের নিত্য সঙ্গী। আর বিষাদেরা
নীল নীল অভিমান আর অসমাপ্ত গল্পের সহবাসে
সময়ের অনাড়ম্বর বিচ্যুতিতে জন্ম নেয় নিয়ত।
বাকি রইল প্রেম। কবেই সে বিক্রি হয়ে গেছে
বিত্তের কাছে, বিক্রয় ডট কমের সস্তা বিজ্ঞাপনের মত ।
তাই অভিমানটুকু অমূল্য হয়ে থাক।
এটা না থাকলে যে আরও নিঃস্ব হবো।

তিলোত্তমা, সব কিছু বিক্রি হতে নেই।
তাইতো গাঢ় রাত্রি, সুক্ষ মৌনতায় অসংখ্য ঝিঁঝিঁ পোকার
সমবেত সঙ্গীত , এক একটি আলোহীন স্মৃতি
চেনা কণ্ঠের চেনা গান, চেনা চেনা স্পর্শ
পরিচিত খুনসুটি আর কিছু সস্তা প্রেমের কবিতা।
আজো সযত্নে লালিত।
তিলোত্তমা, হাতবদলের মত মনবদলে বিক্রি হও আজো।
অভিমানটুকু আমারি থাক।


No comments:

Post a Comment