ধীর লয়ে বইছে সময়
কখনো গায়ে মেখে
প্রখর রুদ্র উত্তাপ
ধরিত্রীর উষ্ণ
অনুরাগে,
কখনোবা সাথী করে
নিকষ অন্ধকার
নিমজ্জনের শীতল
বিরাগে। 
অশরীরী ধূপছায়ায় আবহমান।
 
নির্মোহ
দিনাতিপাতে কখনো 
তেড়ে ওঠে উম্মাদনা,বাসনার
হিন্দোল 
ঢেউ তোলে চিত্তের
তটিনী পরে। 
বিস্মৃত সুখও
কিছু উঠে আসে  
অপার যাতনার কঠিন
পৃষ্ঠ ভেদে। 
সময় বয়ে চলে
অনিমেষ,
জাগ্রত ক্ষণের
রঙ্গিন আবেশে,
কখনোবা অন্ধকারের
নির্লিপ্ততায়। 
গতিময় মোহনায়।