Monday, December 7, 2015

আরেকটি নীলের প্রতীক্ষায়



বারুদের আবরণে ঢাকা আকাশ
কালো মেঘের পরিচয়ে প্রতীক্ষারত,
অগ্নিবৃষ্টি হয়ে ঝরবার।
এখানে আকাশ আজ আর নীল নেই
মুক্ত বিহগের তাজা রক্ত
একে রক্তাক্ত করেছে বারবার,
আমরাও এই রক্তাক্ত আবরণকে
আবীর ভেবে মেতেছিলাম অন্ধ প্রমোদে।
মহাকাল অসহায় মেনে নেয়
রক্তাক্ত উল্লাস, বয়ে নিয়ে আপন ক্ষত।
আজ তাই বিছিয়ে বিলাম বারুদের স্তুপ,
আরেকটি নীলের প্রতীক্ষায়।

No comments:

Post a Comment