সেই মিথি,
ঘোর অমাবস্যায় জাগাইলে চন্দ্র তিথি
যেন তপ্ত মরুর বুকে শীতল ছায়াবীথি
লাবণ্য আভায় তুমি যেন স্নিগ্ধ যূথী।
স্বপ্ন সোপানে তুমিই যে প্রেম সারথি,
হে মিথি।
ঘোর অমাবস্যায় জাগাইলে চন্দ্র তিথি
যেন তপ্ত মরুর বুকে শীতল ছায়াবীথি
লাবণ্য আভায় তুমি যেন স্নিগ্ধ যূথী।
স্বপ্ন সোপানে তুমিই যে প্রেম সারথি,
হে মিথি।
এই মিথি,
লাল সিঁদুরে শোভিত আজি তব সিঁথি।
জীবনে চলছে বয়ে শুভ্র আলোকদুত্যি।
অম্লান হয়ে অন্য কারো চিত্ত সাথী
প্রেরণায় খেলে যায় আজি শুভ্র প্রভাতী
হে মিথি।
লাল সিঁদুরে শোভিত আজি তব সিঁথি।
জীবনে চলছে বয়ে শুভ্র আলোকদুত্যি।
অম্লান হয়ে অন্য কারো চিত্ত সাথী
প্রেরণায় খেলে যায় আজি শুভ্র প্রভাতী
হে মিথি।
No comments:
Post a Comment