জ্বলছে আগুন দাউদাউ, ঝরছে অবিরত তাজা রক্ত
রাজপথ রাঙ্গিয়ে দিয়ে এ কোন স্বার্থের নেশায়
বারুদ আর লাশের গন্ধ মিলে মিশে একাকার আজ
পিশাচের হুংকার দিকে দিকে রক্তের পিপাসায়।
স্বপ্ন ভ্রষ্ট হয়ে আজো ছুটে চলি ব্যর্থ বিপ্লবের ডাকে
নষ্ট সময়কে সংগি করে ছুটে যাই নষ্ট চেতনায়।
চৈতালি দুপুরের তেজে এখন নিকষ রাতের নিরুত্তাপ
লুটিয়ে যাই নিমেষে আজ জীবন-মৃত্যুর মোহনায়।
পিশাচের দাঁত আজ বেজায় লাল, স্বপবাজের তাজা খুনে
সঙ্কটে মুখ ফিরাই, ক্ষমতার কাছে মাথা নুয়ে গা বাঁচাই
মনে হয় তাই পিছুটান সব ছেড়ে হিমু হয়ে যাই,
অবরোধে পোড়া বাসের আগুনে ধুম্র শলাকা জ্বালাই।
রাজপথ রাঙ্গিয়ে দিয়ে এ কোন স্বার্থের নেশায়
বারুদ আর লাশের গন্ধ মিলে মিশে একাকার আজ
পিশাচের হুংকার দিকে দিকে রক্তের পিপাসায়।
স্বপ্ন ভ্রষ্ট হয়ে আজো ছুটে চলি ব্যর্থ বিপ্লবের ডাকে
নষ্ট সময়কে সংগি করে ছুটে যাই নষ্ট চেতনায়।
চৈতালি দুপুরের তেজে এখন নিকষ রাতের নিরুত্তাপ
লুটিয়ে যাই নিমেষে আজ জীবন-মৃত্যুর মোহনায়।
পিশাচের দাঁত আজ বেজায় লাল, স্বপবাজের তাজা খুনে
সঙ্কটে মুখ ফিরাই, ক্ষমতার কাছে মাথা নুয়ে গা বাঁচাই
মনে হয় তাই পিছুটান সব ছেড়ে হিমু হয়ে যাই,
অবরোধে পোড়া বাসের আগুনে ধুম্র শলাকা জ্বালাই।
No comments:
Post a Comment