বিপন্ন বোধে অবলুপ্ত মানবিকতা আজ সহসাই
নিয়ন আলোর আধুনিকতায় মহোৎসবে মত্ত
উচু দালানের সুসজ্জিত লালনীল আলোয় উদাত্ত
কবিতার বইতো সেকেলে সংস্কৃতি, দামী মুঠোফোন
মাঝরাতে বিজাতীয় সংস্কৃতির নির্লজ্জ উৎযাপন
আঘাতে বঞ্চনায় বিবর্ণ মূল্যবোধ, হাসে লালসাই।
আমাদের হৃদয়ের প্রতিটি আঙিনা হেথায়
লালসার লিকলিকে কালো জিভের দংশনে
ক্ষতবিক্ষত। প্রেম তাই লীন হয় আত্মগপনে
দেশত্ববোধ এখানে উপহাসে আলোচিত
বিপ্লবীর রুদ্র সত্ত্বা এখানে অসার- মৃত
সাম্যের অভীপ্সা নিরবে কেঁদে যায়।
পথভ্রষ্ট সময়ের অবসানে শুভ সূচনা হবে নব প্রভাতের?
অসহায়ের ক্রন্দন স্বর মুহূর্তেই হবে
মুক্তির উদাত্ত শ্লোগান
পোশাকে নয়, চেতনায় ধারিত হবে সংস্ক্রিতর মান
সাম্য কেবল কবিতার বদ্ধ অক্ষরে নয়, উদ্ভাসিত হবে
রক্তিম আভা হয়ে সমাজের প্রচ্ছদে, প্রতিটি হৃদয়ের অনুভবে।
নতুন দিনের সূর্য উঠবে বিদায়ে আঁধার রাতের?
No comments:
Post a Comment