Wednesday, October 22, 2014

প্রতারিত বোধে

অসীম অভিশাপের নীল বিষের জলাঙ্গি বসুধা আজ
স্বার্থবাদের ঝাঁঝালো গরল ঢেলে দেয় হেলায়
মূল্যবোধের প্রতিনিয়ত বিলুপ্তি, মুমূর্ষু চেতনায়
সহসা ভূপতিত হয় মানবতা, ধ্বংসের প্রকাণ্ড তাণ্ডবে
অবলুপ্ত সভ্যতা ছেয়ে যায় শ্বাপদসংকুল  খাণ্ডবে।
বিপ্লবীর দেহে নিমেষেই যেন শবদেহের সাজ।

এখানে আজ কবিতা নয়, বাহবা পায় লেজুড়বৃত্তির বুলি
এখানে আজ কবিরা নিষ্পেষিত হয় পুলিশি বুটের তলায়
শৃঙ্খলিত হয় কবিতার অক্ষর আপনার স্বাধীন চলায়।
সুউচ্চ অট্টালিকার কক্ষে কক্ষে বাকময় নারিদেহে কুর্দন নৃত্যে
নিষিদ্ধ লালসায় খেলে যায় সব শোষকের দল কলুচিত চিত্তে।
শুভ্রতা নয় তাই রক্তের ধারা এঁকে যায় সব শিল্পীর তুলি।

প্রতারিত হয় মুক্তির আর্তি, ক্ষমতাবানের ভ্রান্তির ছলে,
মানবতার কফিনে শেষ পেরেক গাঁথে পুঁজিবাদের নিষ্ঠুর হাত
নিঃসাড় ম্রিয়মাণ সত্ত্বার ব্যর্থ অন্বেষণে মুক্তির রাঙ্গা প্রভাত।
কবিতাকে বিবস্ত্র করে ফ্যাশনের জিঙ্গেল গড়ে বিচ্যুত আধুনিকতা
নির্লজ্জ ধর্ষকামী চরিত্র নিমেষেই বনে যায় শিল্পের ত্রাতা।
দ্রোহের শব্দাবলী হতাশায় ভিড় করে নির্বাক কথাদের দলে।  

No comments:

Post a Comment