Thursday, October 16, 2014

দ্রোহের অনুযোগ(কোনো এক ব্লগের এডমিনকে)

কাব্য সাধক সব সুধীজন
চিত্ত মম আহত ভীষণ
কাব্য যে হায় নিষিদ্ধ হয়
কবি চেতনায় আজ যে প্রলয়।
আলোচনাতে কাব্য এলো
খুব কি তাহাতে ধর্ম গেলো!
দ্রোহের কাব্য হোকনা সে আজ
ব্যঙ্গ সুরে মুক্তির আওয়াজ।
তবে কেন হলো কাব্য বিলীন
কবির কলম আজ পরাধীন?
প্রশাসক তুমি কাব্য সভার  
জয় হোক তব কামনা আমার।
অনুযোগ তুলি তব পানে হায়
কাব্য না থাকিলে  কবি অসহায়।
একটি কাব্য একদিনে তাই
দ্রোহের শব্দ কোথায় সাজাই।
আলোচনাতেই দিলাম কাব্য
দ্রোহের শব্দে সবাই ভাববো।
নিষিদ্ধ হলো কাব্য আমার
“ইহা যে নয় আলোচনার”
প্রতিবাদী শত লেখনীগুলো
নিষিদ্ধতায় প্রাণ হারালো।
অনুযোগ রাখি প্রশাসক পানে
কাব্য বাঁচুক ছন্দ- তানে
আপন আলোর উদ্ভাসে তাই
কাব্যে বাজুক দ্রোহের সানাই।

স্বাধীন প্রাণে দ্রোহের ছন্দে
কাব্য যে পাক তৃপ্তি
দ্রোহই আমার তরুণ প্রানে
অরুণ আলোকদীপ্তি।

No comments:

Post a Comment