মেহের চত্বর- ক্লাস ফাঁকি দেয়া অলসতা ভরা সকাল
মেহের চত্বর- গুমোট দুপুর, স্নিগ্ধ শান্ত বিকাল।
মেহের চত্বর- দৃপ্ত শ্লোগান, গনসঙ্গীত ঝংকার
মেহের চত্তর- উদ্ভ্রান্ত সেই একুশের অহংকার ।
মেহের চত্বর- অভিমানী গান, বিরহ জড়ানো সুর
মহের চত্বর- মান ভাঙানোর চেষ্টা এক দুপুর,
মেহের চত্বর- এক কাপ চা, সিগারেট হাতে জ্বলত
মেহের চত্বর- হৃদয় শুধু তোমারই কথা বলতো।
মেহের চত্বর- গোধূলি বেলায় আড্ডা মুখোর প্রহর
মেহের চত্বর- প্রকৃতির ভীরে দূরে রেখে সব শহর,
মেহের চত্বর- হাতে রেখে হাত প্রেমের কবিতা বলা
মেহের চত্বর- দ্রোহের কাব্যে প্রতিবাদী সুর তোলা।
মেহের চত্বর- মুখরিত র্যালি, অনাবিল সব উচ্ছ্বাস
মেহের চত্বর- ভুলবোঝাবুঝি অনুযোগ, দীর্ঘশ্বাস।
মেহের চত্বর-স্মৃতি জড়ানো হৃদয়ের ফ্রেমে অমলিন
মেহের চত্বর- প্রতিবাদহীন সময়ের স্রোতে বিলীন।