Saturday, October 6, 2012

হতাশার কবি

আজ  স্বপ্নভুকের বিভত্স  গোগ্রাস
চিত্ত কাননে চেয়ে দেয় ত্রাস
যুগান্তরের কবি আর্তনাদে কয়
যন্ত্রণার কালো মেঘ পুঞ্জ কি তবে চির অক্ষয়!

আজ অন্ধকারের অহংবোধে
কাব্য কন্ঠ কাঁদে অবরোধে.
পান্ডুলিপির অন্তপুরে জমে ঘন ক্লান্তি
হঠাত এসে আঁকড়ে ধরে নিরর্থকতার ভ্রান্তি .

শিল্পীর তুলি হয় দিয়াশলায়ের কাঠি
চঞ্চলা কোনো তরুনীর মুখ অদ্রিস্শের সহপাঠি
চন্দ্র হেথায় ডুব দিল চির অন্ধকারের বক্ষে
কবির কলম জাগবে কি কভু অদূর শুক্লপক্ষে ??

No comments:

Post a Comment