Thursday, October 18, 2012

কল্পচারিণী


তুমি বরুনা নও
নও তুমি নীলাঞ্জনা
কবির স্বপ্ন -সারথী নও-
নও তুমি শিল্পিত সুর-মূর্ছনা।

তবু অদ্বিতীয়া তুমি
প্রদীপ্ত তুমি বসুন্ধরার ঈর্ষা,
তব চপল চাহনি মুছে দিয়ে যাক
প্রচলিত সব হিংসা, বিভেদ, লিপ্সা।

No comments:

Post a Comment