Tuesday, March 20, 2018

বেলা



যে বেলা ছিল লাল ইটের রক্তিম বিচ্ছুরণ
ছিল হলুদ বিকেলের তৃপ্ত কোমল রোদ্দুর
এরপর কেটে গেলে বেলা শুষে নিয়ে রঙ
সময়ের ফ্রেমে জমে বিবর্ণ স্মৃতি যদ্দুর
হাওয়াই বিকেল গুলো রঙ নিয়ে ছিল বেশ
সবুজ হৃদয় যেন তুমিময় তানে উদ্ভ্রান্ত
ছবিতে কি জমে ধুলো সময়ের গ্রাসে কভু
আরো নেব, নেব সুখ সময়টা বলে অক্লান্ত।

No comments:

Post a Comment