Tuesday, March 20, 2018

বহতা

ঘর্মাক্ত রাত্রির বিছানায় এবড়োখেবড়ো কাম উপাখ্যান  
সূক্ষ্ম মশারীর জালে আটকা থাকে অনুমেয় বৈরাগ্য
পতির আলয়ে নীরবে বহে পতিতার দীর্ঘশ্বাস ।
এরপর যমুনায় জমে অতলস্পর্শী জলের সমারোহ
অনিবার্য ক্লান্তি বহতা জীবনের নির্মোহ নৈমিত্তিক
আকাশ ছোঁবে সে তাই ছিল জীবনমুখী আয়োজন
কল্পলোকে অঙ্গার মেখে অট্ট হেসেছিল সময়
তারই সুরে কলতানরত বর্তমান বড় স্বার্থপর।
ব্যর্থ রজনীর সংলাপে তবু বেঁচে থাকার তৃপ্ত সান্ত্বনা
ঠিক ভোর হবে জানি, একরাশ আলোয় এ আলয়।
কে জানে, কোন মায়াবী সৎকারে আবার হব অঙ্গার ?
অনুভূতিগুলোর ম্যান্ডেট বাড়ে সামাজিক জালে।
নিরুপায় তবু শ্বাস বয়ে যায় ক্কোনো অজানা অন্বেষণে  
নশ্বর পৃথিবীর তনুতে জমে যবনিকার অঙ্গীকার।

No comments:

Post a Comment